স্বপ্নের ক্লান্ত
- রবিউল ইসলাম রাতুল

ধরনঃ স্বর রচিত
শব্দ:১২০+

-------------------------------------------------------------

সার্থকতার গল্পের পিছনে আছে,কোন সে ইতিহাস?
জীবন যুদ্ধে বিজয়ে পৌঁছানোর,আছে কি নিজ বিশ্বাস?

আত্মবিশ্বাস রেখে মনে কর্ম করে যে করে যাবো একাধারে,
কি লক্ষ্য এই কর্মের? চিন্তা করেছি কি বারে বারে?

অবাধ কল্পনা মনে রেখে,হতে চাচ্ছি সফল একে-একে,
তবে ভাবছি না কেন স্বপ্নকে নিয়ে,যা দিয়েছি মনে রেখে!

তবে কেন করছি এই বৃথা ক্লান্ত,
যেখানে নিজেকে নিয়ে ভাবি না একান্ত,
তবে ভাবি সকলের জন্য,যা হোক নব দিগন্ত,
যেখানে এই ক্ষুদ্র জীবন পাবে একটু আনন্দ।

হতে চাই আমি সকলের হাসির কারণ,
তাই নিজের সৎ স্বপ্নকে দিবো না কভু বারণ,
আছি,হচ্ছি,হবো আমি ক্লান্ত আমরণ,
শুধু আমার স্বপ্নের লক্ষ্যকে করতে চাই পূরণ।

তাই নিজের তরে হোক বা কাছের লোকের তরে,
আমার জীবন থাকবে ক্লান্ত হয়ে, স্বপ্ন পূরনের জোরে।

তাই প্রার্থনা একটাই,
শেষ দিবসের হাসিটুকু,হাসতে আমি চাই,
হে প্রভু,
আমি যেন স্বপ্নের ক্লান্তের,ইতিবাচক প্রতিরূপ পাই।


©Robiul Islam Ratul

My facebook account on my profile????❤️


২১-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।